সংক্ষিপ্ত পরিচিতিঃ



ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট(ভিটিটিআই)

Vocational Teachers Training Institute (VTTI)

শেরপুর রোড, বগুড়া, বাংলাদেশ।

Phone:02 589905224

E-mail: vtti_bogra@yahoo.com

Website: www.vtti.gov.bd

 

বর্তমান সরকারের উদ্যোগে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে ১৯৭৯ সালে  ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট(ভিটিটিআই) প্রতিষ্ঠিত হয়। তবে, ১৯৮২ সালের ১৬ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট(ভিটিটিআই) এর উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার “Swedish International Development Authority’’ এর আওতায় উন্নয়নের জন্য এ প্রকল্প হাতে নেয়।

১৯৮২ সালের ০৮ নভেম্বর হতে প্রথম শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

দক্ষ প্রশিক্ষিত শিক্ষকই  দক্ষ জনশক্তি তৈরী করতে পারে। তাই শিক্ষকদেরকে দক্ষ ও প্রশিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে একমাত্র প্রতিষ্ঠান ভিটিটিআই, যেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমান সরকারের শ্লোগানের সাথে তাল মিলিয়ে ভিটিটিআই দক্ষ জনশক্তি বৃদ্ধিসহ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

ভিটিটিআইতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ হতে ডিপ্লোমা  ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছে।

Share with :